সভাপতির বাণী

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, সুদৃশ্য-শান্ত পরিবেশে অবস্থিত মেহের মৌলভীবাজার জেলার তৎকালীন কমলগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান – হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়।

যোগ্যতাসম্পন্ন ও মানসম্মত শিক্ষকমণ্ডলী দ্বারা এ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান নিরবিচারে চলছে। ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সুখে-দুঃখে সহানুভূতিশীল করে তোলে এবং তাদের মধ্যে সৌজন্যবোধ, নেতৃত্বের গুণ, দেশপ্রেম, মানবিক গুণাবলি একত্রে তৈরি করে।

আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতার দৃষ্টিভঙ্গি অর্জন করে আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিক। সাহিত্যচর্চার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলছে নিয়মিত। আমরা বিশ্বাস করি, মুক্তচিন্তার চেতনায় কোমলমতি এই শিশুদের মধ্যে সুপ্তপ্রতিভা জাগ্রত করে সমাজ ও দেশের জন্য একটি শক্ত ভিত তৈরি করা সম্ভব।

আমার দৃঢ় বিশ্বাস, আপনার প্রজন্মের মানবিক গুণসম্পন্ন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

স্বাক্ষর

মোঃ ইমন হোসেন
সভাপতি
হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়