প্রধান শিক্ষকের বাণী

সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার জন্য যিনি সারা জাহানের রব। অসংখ্য দুরুদ ও সালাম হয়রত মোহাম্মদ (সা.) এর ওপর, যিনি সারা জাহানের জন্য রহমতরূপে প্রেরিত হয়েছেন।

আল্লাহ তা’আলার প্রথম নির্দেশ হলো ‘পড়’। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হলো শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।

শিক্ষার মাধ্যমেই গড়ে ওঠে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক। শিক্ষা ব্যতিত মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ সম্ভব নয়।

অত্যাধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে যুগোপযোগী, প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

এই মহান লক্ষ্যকে সামনে রেখে ১৯৯৮ ইং সালে মৌলভীবাজার সদর উপজেলার মাইজ বাড়ন্তি গ্রামে প্রতিষ্ঠিত হয় হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়। আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য—নৈতিক গুণাবলীসম্পন্ন আদর্শ ও যোগ্য মানুষ তৈরি করা।

আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছি, যেন আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠে।

এই বিদ্যালয়ের গৌরবময় অবস্থানকে আরও সুদৃঢ় ও সমৃদ্ধ করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এক ঝাঁক উদীয়মান ও নিষ্ঠাবান শিক্ষক/শিক্ষিকা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আজ সুনাম বয়ে আনছে।

আমাদের অঙ্গীকার সমূহের সফল বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ।

মোহাম্মদ নুরুল ইসলাম সরকার
এম. এস. সি, বি. এড
প্রধান শিক্ষক
হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়,
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।
মোবাইল: ০১৭১২৯২৬৬৭৪